সঠিক সময়ে নির্বাচন হবে কিনা আশঙ্কা আছে : জিএম কাদের

সঠিক সময়ে নির্বাচন হবে কিনা আশঙ্কা আছে : জিএম কাদের

সঠিক সময়ে নির্বাচন হবে কিনা আশঙ্কা আছে : জিএম কাদের

নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।‌ তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে হবে কিনা তা নিয়ে আশঙ্কা আছে।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে ‘উপজেলা ব্যবস্থা প্রবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ চিন্তিত। মানুষের কাছে অগ্রাধিকার হচ্ছে সামনের নির্বাচন। ভবিষ্যতে আমাদের কি হবে এ নিয়ে মানুষ অতঙ্কিত।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুর সঞ্চালনায় উপজেলা দিবসের আলোচনায় সভায় বক্তব্য জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, কৃষক পার্টির সাধারণ সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এম এ ছোবহান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন ও যুব মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক মাহমুদা রহমান মুন্নি।