নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ১৩ জেলের জেল-জরিমানা

নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ১৩ জেলের জেল-জরিমানা

সংগৃহীত

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের তথ্য মতে, সোমবার বরিশাল বিভাগে ১১৬টি অভিযানে ৪৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে এক লাখ ৬৪ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৩৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। এ সময় তাদের কাছ থেকে দশমিক ৪৪১ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে বরিশালে ১০ জন, ভোলায় একজন ও পটুয়াখালীতে দুজনসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বরিশাল জেলায় ১২ জন, পটুয়াখালীতে তিনজন ও ভোলায় আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৮৬টি মাছঘাট, ৩২০টি আড়ত ও ২০১টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।