টেকনাফ-সেন্টমার্টিনে আজ থেকে চলবে জাহাজ

টেকনাফ-সেন্টমার্টিনে আজ থেকে চলবে জাহাজ

সংগৃহীত

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দুইদিন ধরে বন্ধ রয়েছে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে সাগর পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানা গেছে। 

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কেয়ারী সিন্দবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন ও বার আউলিয়া এই তিনটি জাহাজ ছেড়ে যাবে। সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া আড়াই শতাধিক পর্যটক দ্বীপে থেকে গেছেন তারাও ফিরতে পারবেন।

বৈরী আবহাওয়ার মধ্যে মাইকিং করে সোমবার দুপুরে সব পর্যটককে সেন্টমার্টিন দ্বীপ ছাড়তে বলা হয়েছিল। বিকেলে তিনটি জাহাজে করে এক হাজার ৪০০ জন পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে চলে আসেন। তারপর থেকে এই পথে জাহাজসহ অন্যান্য নৌযান বন্ধ রাখা হয়েছিল।

সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মাইকিং করার পরও কিছু পর্যটক দ্বীপে থেকে গিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার তারা টেকনাফ ফিরে যাবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সতর্ক সংকেত থাকায় দুইদিন সেন্টমার্টিন পথে জাহাজ, সার্ভিস ট্রলারসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে জাহাজ আগের নিয়মে চলবে।