৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার

৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার

ফাইল ছবি

সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এই তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ মাহবুব খান জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার টন গম কেনার অনুমোদন পেয়েছে খাদ্য অধিদফতর। সিঙ্গাপুরের এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই গম কেনা হবে। এই লটের গাড়ি কিনতে মোট ব্যয় হবে ১৬৪ কোটি ৭৪ লাখ টাকা। 

এছাড়াও বুধবারের বৈঠকে পৃথক আরেকটি প্রস্তাবে খাদ্য অধিদফতরের মাধ্যমে চট্টগ্রাম সাইলোর বিএমআরইকরণ কার্যক্রম সরাসরি ক্রয় পদ্ধতিতে ভিগান ইঞ্জিনিয়ারিং এস.এ বেলজিয়ামের কাছ থেকে ৬৩ কোটি ২১ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।