পোল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের কষ্টার্জিত জয়

পোল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের কষ্টার্জিত জয়

সংগৃহীত ছবি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল পোল্যান্ড। দলের সেরা তারকা লেভানডোভস্কিকে ছাড়া খেলতে নেমে দুর্দান্তভাবে লড়াই করে পোল্যান্ড। তবে শেষ পর্যন্ত হার আটকাতে পারেনি তারা। শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।

রোববার (১৬ জুন) জার্মানির ভক্সপার্কস্টেডিয়নে ২-১ গোলের ব্যবধানে পোল্যান্ডকে হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে দুটি গোল করেন গাকপো এবং ভঠ ভেহর্স্ট।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ডাচরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিভারপুল তারকা গাকপোর শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি। পুরো মাঝমাঠ দখল নিয়ে খেলতে থাকে ডাচরা।

ম্যাচের ৯ মিনিটে রেইনার্ডের শট একটুর জন্য গোলবার ঘেষে বেরিয়ে যায়। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম গোলটি পায় পোল্যান্ড। কর্নার থেকে জিয়েলেন্সকির বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন তুর্কিশ লিগে খেলা এডাম বুকসা।

গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকা ডাচরা ২২ মিনিটে দারুণ সুযোগ পায়। কিন্তু মেম্ফিস ডেপায়ের বুলেট গতির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে।

২৯ মিনিটে গাকপোর দূরপাল্লার শট পোলিশ ডিফেন্ডারের পায়ে লেগে জালে প্রবেশ করলে সমতায় ফেরে তারা। ৩২ মিনিটে পোল্যান্ডও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। জ্যাকোব কিউইর শট দারুণ ভঙ্গিমায় রুখে দেন ডাচদের ২১ বছর বয়সী গোলরক্ষক। ১-১ এ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৫তম মিনিটে আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ডাচরা। হাকপোর পাসে বক্সে শট লক্ষ্যে রাখতে পারেননি শাবি সিমোন্স। চার মিনিট পর সুযোগ আসে পোল্যান্ডের সামনেও। পিওতর জেলিনস্কির নিচু শট ব্যর্থ করে দেন ডাচ গোলরক্ষক।

৬৫তম মিনিটে নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিসের প্রচেষ্টাও লক্ষ্যে থাকেনি। ৮১তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কুমান। হাকপো ও মেমফিসকে তুলে মাঠে নামান জেরেমি ফ্রিম্পং ও ভেহর্স্টকে।

এক মিনিট পরই দলকে এগিয়ে নেন ভেহর্স্ট। আকের পাস বক্সে পোলিশ এক ডিফেন্ডারের পায়ে হালকা ছোঁয়া লেগে বল পান তিনি। ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দলকে উল্লাসে ভাসান ৩১ বছর বয়সী স্ট্রাইকার।

অতিরিক্ত সময়ের একেবারে শেষ সময়ে পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ পায় পোল্যান্ড। তবে নিকোলা জালেবস্কির শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন ডাচ গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।