ডাচদের বিপক্ষে লজ্জাজনক হারের পর যা বললেন সাকিব

ডাচদের বিপক্ষে লজ্জাজনক হারের পর যা বললেন সাকিব

সংগৃহীত

চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচ হারে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। এরপরও সেমিফানালের আশা বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল জয়ের ধারায় ফেরার শেষ সম্বল। কিন্তু সেই আশাও এবার হতাশায় মিলিয়ে দিলো ডাচরা। আনকোরা দলটির কাছে পাত্তাই পেল না সাকিব বাহিনী। লজ্জার হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করল লাল-সবুজের দল।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে ডাচরা। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪২.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে ৮৭ রানের লজ্জার হারে সেমিফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল সেটাও শেষ হয়ে গেল লাল সবুজ দলের।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছি। আমরা যেভাবে ব্যাটিং করতে পারি সেভাবে বিশ্বকাপে ব্যাটিং করতে পারিনি। আমরা নিজেরাই ডাচদের ২ পয়েন্ট দিয়েছি। খুব কঠিন হয়ে যাচ্ছে সমস্যার সমাধান করা। তারা যেভাবে বোলিং করেছে তাদের ক্রেডিট দেওয়া উচিত। বোলিংয়ে তারা খুব শৃঙ্খল ছিল। আমরা খুব বাজে শট খেলেছি।’

দলের এমন পারফরম্যান্সে বর্তমান দলকে বাংলাদেশ দল বলেও মনে হচ্ছে না সাকিবের কাছে। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সাথেই ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’