সংঘাতে চার বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু : সেভ দ্য চিলড্রেন

সংঘাতে চার বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু : সেভ দ্য চিলড্রেন

সংগৃহীত

সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত শিশুদের সংখ্যা, গত চার বছরে বিশ্বব্যাপী সশস্ত্র সংঘাতে নিহত শিশুদের বার্ষিক সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় তিন হাজারেরও বেশি শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

 সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেন, ‘গাজায় সহিংসতা শুধু অব্যাহত-ই নয়, বরং বিস্তৃত হওয়ায় আরও অনেক শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।’

 জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ২৪টি দেশে ২ হাজার ৯৮৫ জন, ২০২১ সালে ২ হাজার ৫১৫ জন এবং ২০২০ সালে ২ হাজার ৬৭৪ জন শিশু নিহত হয়। ২০১৯ সালে জাতিসংঘ জানায়, বিশ্বজুড়ে সংঘাতে ৪ হাজার ১৯ শিশু নিহত হয়। সূত্র: সিএনএন