গফরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

গফরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সংগৃহীত

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াত ইসলামীর ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৯ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) রাতে পাগলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন- উপজেলা যুবদলে সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রনি, পৌর যুবদলে যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সুমন, টাঙ্গাব ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি জাহিদুল ইসলাম, যুবদল নেতা মমিনুল হক, আব্দুল মোমেন, মুক্তার, খলিল, আবুল কালাম আজাদ, নজরুল মৃধা, জামায়েত নেতা ফারুক হোসেন, বিএনপি নেতা দিলিপ চৌহান, মনির খান, শ্রমিকদল নেতা নজরুল ইসলাম ও কাইসার।  

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেয় আসামিরা। তারা প্রত্যেকেই নাশকতা মামলার আসামি। সেখান থেকে রাতে তারা বাস ও ট্রেনযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।