টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এবার নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শনিবার (৪ নভেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১২ বার দেখা হয়েছে দুই দলের। যেখানে টাইগ্রেসদের দখলে ৬ জয়। আর সমান ৬ জয় পাকিস্তানেরও। ফলে দুই দলের সামনেই সুযোগ ব্যবধান এগিয়ে নেওয়ার।

সবশেষ ভারতের সঙ্গে মিরপুরে সিরিজ ড্রয়ের সুখস্মৃতি আছে জ্যোতিদের। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজে বিসমাহদের ২-১ ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। তাই ঘরের মাঠে জয় পাওয়া নিয়ে বেশ আশাবাদী বাঘিনীরা।

বাংলাদেশের একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন।

পাকিস্তানের একাদশ : সিদরা আমিন, সাদাফ শামাস, মুনিবা আলি, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, উম্মে-ই-হানি, নাজিহা আলভি (উইকেটকিপার), ডায়না বেগ, নাসরা সান্ধু, সাদিয়া ইকবাল।