গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় ইসরাইলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন হাজারো মানুষ।ফিলিস্তিনিদের ব্যাপক প্রাণহানি সত্ত্বেও ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।

শনিবার বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ফিলিস্তিনি গণহত্যায় সমর্থন দেয়ায় তাকে অভিযুক্ত করেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, ‘বাইডেন, বাইডেন, আপনি লুকিয়ে রাখতে পারবেন না। গণহত্যার দায়ে আপনার বিচার হবে।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত ইসরাইলি বোমা হামলায় সেখানে গণহত্যার ঝুঁকি বেড়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা।বাইডেন প্রশাসন ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে যাতে বেসামরিক মানুষজন হত্যার সংখ্যা ‘কমিয়ে আনা হয়’।

অপরদিকে, এ যুদ্ধে ইসরাইলকে সহযোগিতা করতে কংগ্রেসের কাছে ১৪ বিলিয়ন ডলার সহায়তা তহবিল চেয়েছেন বাইডেন।গাজার হামাস সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান এ ইসরাইলি হামলায় ৯ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ওয়াশিংটনের শনিবারের এ বিক্ষোভ সমাবেশে অনেক বিক্ষোভকারী ইসরাইলকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের আহ্বান জানান।বিক্ষোভটি হোয়াইট হাউসের কাছে ফ্রিডম প্লাজা থেকে পূর্ব দিকে ইউএস ক্যাপিটলের দিকে বেশ কয়েকটি ব্লক তৈরি করেছিল।

সূত্র : আলজাজিরা