দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা, ২ সাংবাদিকসহ নিহত ৮

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা, ২ সাংবাদিকসহ নিহত ৮

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা, ২ সাংবাদিকসহ নিহত ৮

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় দুই সাংবাদিকসহ আটজন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা করে দখলদার বাহিনী। তারা টায়ার থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ইসরাইল সীমান্তের কাছে এই হামলা চালায়। এই ঘটনায় দুই সাংবাদিকসহ মোট আটজন নিহত হয়।

এদিকে, হামাস শাসিত মধ্য গাজায় ইসরাইলের হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সেখানকার নুসিরাত শরণার্থী শিবিরে এ হামলা করা হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যগাজার নুসিরাত শরণার্থী শিবিরে দখলদার বাহিনী হামলা করে। এ সময় তারা নার্স ও সিভিল ডিফেন্স কর্মীদের বাড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রতিবেদনে আরো হয়েছে, বিশেষভাবে ডা. আবদুল লতিফ আল-হাজের বাসভবনে হামলা চালানো হয়। সেখানে উত্তর গাজা থেকে সরে আসা তার আত্মীয়রাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে তখন তার বাড়িতে ৫০ জন লোক ছিল। সবাইকে হত্যার চেষ্টা করেছিল দখলদার বাহিনী। তবে তাদের বেশিরভাগই এখনো ধ্বংসস্তুপের নিচে রয়েছেন।

সেখানে এক সার্জন আলজাজিরার প্রতিনিধিকে বলেছেন, এই হামলা ডা. আব্দুল লতিফের জন্য ছিল বড় ধরণের ধাক্কা।দক্ষিণ আফ্রিকার সংসদীয় ভোটের আগে দেশটিতে অবস্থিত ইসরাইলি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ইসরাইল। সোমবার (২১ নভেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এক এক্স বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাউথ আফ্রিকার সর্বশেষ বিবৃতির পর প্রিটোরিয়ায় ইসরাইলের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য জেরুজালেমে ফেরত পাঠানো হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসরাইলি দূতাবাস বন্ধ এবং ইসরইলের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার প্রস্তাবের ওপর দক্ষিণ আফ্রিকার সংসদে একটি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।হামাস শাসিত গাজায় ইসরাইলের চলমান নৃশংসতায় পদক্ষেপ না নেয়ায় সমালোচিত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মঙ্গলবার (২১ নভেম্বর) এমন মন্তব্য করেন স্কেমা বিজনেস স্কুলের ক্রীড়া ও ভূ-রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক সাইমন চ্যাডউইক।

তিনি বলেন, ‘ফিলিস্তিনে এমন খেলোয়াড়, দল ও পরিবার রয়েছে যারা ইসরাইলের চলমান সহিংসতার শিকার হচ্ছে। অথচ এ বিষয়ে ফিফা কিছুই বলেনি।’তিনি আরো বলেন, ‘হয়তো যদি ফিলিস্তিন বড় দেশ হতো, ফিফার কাছে আরো প্রভাবশালী হতো, তবে সেখানে যা ঘটছে সে সম্পর্কে এক রকম বিবৃতি অবশ্যই দিতো।’

অপরদিকে মঙ্গলবার বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফিলিস্তিন। ম্যাচটি ফিলিস্তিনের হোম গেম হিসেবে নির্ধারিত হলেও গাজা এবং অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের আক্রমণের পরে এটি কুয়েতে স্থানান্তরিত হয়েছিল।এছাড়া ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর ফিফা রাশিয়ান দলকে বিশ্বকাপ ২০২২ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ করেছে এবং সকল ইউরোপীয় প্রতিযোগিতা থেকে রাশিয়ান ক্লাবগুলোকে বাদ দিয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে গাজায় ১৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবুও ফিফা এবং উয়েফা এখনো ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

সূত্র : আলজাজিরা