কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা।

তিনি জানান, বাসে আগুনের ঘটনা নাশকতা না অন্য কোনো কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের বাসটি দুর্ঘটনার শিকার হয়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানার সামনে মহাসড়কের ওপর রাখে। বুধবার রাতে ওই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।