রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপি

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপি

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ঘোষণা এবং একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এটি দলটির সপ্তম দফার অবরোধ কর্মসূচি।

বিরোধীদলের ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। আগামী দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে অবরোধ।আজ বিএনপির একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল এবং ছয় দফায় মোট ১৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। একইসাথে জামায়াতে ইসলামীও এই কর্মসূচি পালন করে আসছে।