আহত গাজাবাসীকে চিকিৎসাসেবা দিতে মিসরে ফরাসি যুদ্ধজাহাজ

আহত গাজাবাসীকে চিকিৎসাসেবা দিতে মিসরে ফরাসি যুদ্ধজাহাজ

আহত গাজাবাসীকে চিকিৎসাসেবা দিতে মিসরে ফরাসি যুদ্ধজাহাজ

ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসাসেবা দিতে মিসরে নোঙ্গর করেছে ফরাসি একটি যুদ্ধজাহাজ। এ সপ্তাহের শেষ দিকে তারা চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিন লিকোরনু।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ডিস্কমুড নামক ওই যুদ্ধজাহাজটিই গাজা যুদ্ধ শুরুর পর প্রথম হিসেবে মিসরে এলো। এটি সোমবার পশ্চিম গাজার ৫০ কিলোমিটার দূরে আল আরিশে নোঙ্গর করেছে।লিকোরনু মঙ্গলবার ইউরোপ ১ রেডিওকে বলেন, ‘আমরা আমাদের যুদ্ধজাহাজটিকে হাসপাতালে রূপান্তরিত করেছে এবং এটি সেখানে গতকাল পৌঁছেছে।’

দুটি অপারেশন থিয়েটারসমৃদ্ধ এ যুদ্ধজাহাজটি আহতদের হাসপাতালে পাঠানোর আগে প্রাথমিক চিকিৎসা দিতে পারবে।ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে ১৬ জন সার্জন, ছয়জন শিশু রোগ বিশেষজ্ঞসহ ২২ জন বেসামরিক চিকিৎসক রয়েছেন।এছাড়া গাজায় আহত ও অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য ফ্রান্সের প্যারিসে ৫০টি বেড সংরক্ষিত রাখা হয়েছে। ক্যান্সার আক্রান্ত শিশুদেরও সেখানে চিকিৎসা দেয়া হবে।

সূত্র : আলজাজিরা