ফেসবুকে ‘আত্মহত্যার’ স্ট্যাটাস ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর
ফাইল ছবি
ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি একই কলেজের আরেক ছাত্রলীগ নেত্রীকে অভিযুক্ত করেন।
শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি। অভিযুক্ত নেত্রী ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম।
মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে সুস্মিতা লিখেন, ‘আমার মৃত্যুর জন্য ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম দায়ী।’ তবে কিছুক্ষণ পর সুস্মিতা স্ট্যাটাসটি ডিলিট করে দেন।
এ বিষয়ে অভিযুক্ত নুরজাহান খানম বলেন, তার সঙ্গে আমার তেমন কোনো ঝামেলা হয়নি। এমন স্ট্যাটাসের কথা শুনে আমি অবাক হলাম। কেন তিনি এমন স্ট্যাটাস দিলেন, আমি জানি না।’
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, স্ট্যাটাসটি কিছুক্ষণ পরেই ডিলিট করে দিয়েছে। ওদের মাঝে কী ঝামেলা হয়েছে, জানা নেই। ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি