৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে সাড়ে ৩ হাজার ফিলিস্তিনি আটক

৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে সাড়ে ৩ হাজার ফিলিস্তিনি আটক

৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে সাড়ে ৩ হাজার ফিলিস্তিনি আটক

অধিকৃত পশ্চিম তীরে ৭ অক্টোবর থেকে তিন হাজার ৫৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রিজনারস অ্যান্ড এক্স-প্রিজনারস অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব।আটকদের তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল বা সামরিক চেকপয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের হাতে তুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে পরে ছেড়ে দেয়া হয়েছিল, তবে বেশিরভাগই কারাগারের রয়েছে কোনো অভিযোগ ছাড়াই।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকালের মধ্যে অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। এর মধ্যে মধ্যে তিন নারী ও এক সাংবাদিক রয়েছে।চলমান অভিযানে ইসরাইলি বাহিনী কালান্দিয়া শরণার্থী শিবির থেকে নিয়ে মুহাম্মাদ ইউসেফ মানসরাকে (২৫) হত্যা করে। এর আগে তার ভাইকে তাদের বাড়ি থেকে আটক করে।

সূত্র : মিডেল ইস্ট মনিটর