চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি?

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি?

সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল নিয়ে হয়ে গেল শেষ ষোলোর ড্র।

ড্রয়ে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কঠিন প্রতিপক্ষ পেয়েছে। অন্যদিকে একেবারেই দুর্বল প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এবার দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে উঠেছে বার্সা। তাই দীর্ঘ সময় পর শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট নাপোলির বাধা উতরাতে হবে জাভি হার্নান্দেজের দলকে।

শেষ ষোলোতে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে লড়বে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের চিন্তার ভাঁজটা একটু বেশিই থাকবে। কেননা, লাইপজিগ ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালিস্ট।

শেষ ষোলোর লড়াইয়ে কে-কাকে মুখােমুখি-

বার্সেলোনা বনাম নাপোলি
রিয়াল মাদ্রিদ বনাম লাইপজিগ
আর্সেনাল বনাম পোর্তো
ম্যানচেস্টার সিটি বনাম কোপেনহেগেন
সোসিয়েদাদ বনাম পিএসজি
আতলেতিকো বনাম ইন্টার মিলান
ডর্টমুন্ড বনাম পিএসভি
বায়ার্ন বনাম লাৎসিও