ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানি, আসামি কারাগারে

ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানি, আসামি কারাগারে

ছবিঃ সংগৃহীত।

বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূকে (২০) শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় আসামি রিপন আকন্দকে (৩০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূ বাদি হয়ে ধুনট থানায় মামলা করেন। বুধবার দুপুরে (২০ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেফতার রিপন আকন্দ উপজেলার জোড়খালী পূর্বপাড়া গ্রামের সাহেব আলী আকন্দের ছেলে।

 

মামলার এজহার সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকার একটি পোশাক কারখানায় চাকুরি করে। গৃহবধূ তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে জোড়খালী গ্রামে বসবাস করেন। এমতাবস্থায় গত ৩০ নভেম্বর দুপুরের দিকে ওই গৃহবধূ নিজ শয়ন ঘরে শুয়ে ছিলেন। এসময় তার শ্বশুর ও শাশুড়ি বাড়ি ছিলেন না। এ সুযোগে আসামি রিপন আকন্দ কৌশলে গৃহবধূর ঘরে ঢোকে। একপর্যায়ে রিপন আকন্দ জোরপূর্বক গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই রিপন আকন্দ পালিয়ে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, আসামি রিপন আকন্দকে বুধবার আদালতে হাজির করা হয়। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।