লিভারপুলের মাঠে ড্র করে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

লিভারপুলের মাঠে ড্র করে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

ছবি: সংগৃহীত

২০১২ সালের পর থেকে লিভারপুলের মাঠে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে জয় পায়নি আর্সেনাল। মেলেনি জয়ের স্বাদ-দীর্ঘ এই খরা কাটানোয় লক্ষ্যস্থির করেছিল দলটি। শুরুতে এগিয়ে গিয়ে সম্ভাবনাও জোরাল করে তারা। কিন্তু পারল না চাপ ধরে রাখতে। মোহামেদ সালাহর গোলে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিল ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে শনিবার পয়েন্ট তালিকার এক ও তিন নম্বর দলের লড়াইয়ে গাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে সালাহর গোলে ১-১ ড্রয়ে শেষ হয় লিগ ম্যাচটি।

লিভারপুলের মাঠে এই নিয়ে টানা ১১ লিগ ম্যাচে জয়শূন্য রইল আর্সেনাল। এখানে সবশেষ তারা জিতেছিল ২০১২ সালের সেপ্টেম্বরে, যখন মিকেল আর্তেতা ছিলেন আর্সেনালের শুরুর একাদশে। বুট জোড়া তুলে রেখে এখন তিনি দলটির কোচ।

এই ড্রয়ের ফলে পুনরায় লিগ টেবিলে দুই নম্বরে ফিরেছে লিভারপুল। ১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে আর্সেনাল। আশা জাগিয়েও অ্যানফিল্ডে জিততে পারল না আর্সেনাল