হাতঘড়ির যত্ন নেবেন কীভাবে?

হাতঘড়ির যত্ন নেবেন কীভাবে?

ছবিঃ সংগৃহীত।

ঘড়ি পরতে কে না পছন্দ করেন! অনেকেরই অত্যন্ত শখের জিনিস হলো ঘড়ি। এ কারণে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি কিনে নিজের সংগ্রহে রাখেন কমবেশি সবাই। তবে শুধু শখ করে একটির পর একটি ঘড়ি কিনলেই হবে না।

 

সেগুলোর যত্নও নিতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে ঘড়ি অনেক সময় নোংরা হয়ে যায়। ঘড়ির কাচে দাগছোপ পড়ে যায়। এজন্য ঘড়ির যত্ন নেওয়া জরুরি। কয়েকটি উপায় জানা থাকলে ঘড়ি পরিষ্কার করা নিয়ে সমস্যা হবে না। 

১. মসৃণ কাপড়ের টুকরোতে সামান্য মাজন মাখিয়ে ঘড়ির কাচের উপর আলতো করে ঘষুন। এটা প্রতি দিন নিয়ম করে করলে ধীরে ধীরে দাগছোপ মিলিয়ে যাবে।

২. ঘড়ির উপর হালকা দাগ ওঠাতে জুয়েলারি বাক্সের পাতলা কাপড় খুবই কাজে দেয়। স্ক্র্যাচের উপর ধীরে ধীরে পাতলা কাপড় ঘষুন। দেখবেন নোংরা আর স্ক্র্যাচ দুটোই চলে গেছে।

৩. তবে ঘড়ির ব্যান্ড পরিষ্কার করা একটু মুশকিল। এজন্য প্রথমে ঘড়ির থেকে ব্যান্ডটা খুলে নিন। তারপর ডিটারজেন্ট মেশানো পানি তা খানিকক্ষণ ডুবিয়ে রাখুন।

দেখবেন ব্যান্ডের ময়লা দাগছোপ উঠে গেছে। কড়া দাগ ওঠাতে ব্রাশ দিয়ে ব্যান্ডটি ঘষুন। এর পর পানি দিয়ে ব্যান্ডটি ধুয়ে নিন। পরিষ্কার হয়ে যাবে।