নতুন বছরের বার্তায় যা বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নতুন বছরের বার্তায় যা বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

আগামী বছরগুলোতে নৈতিক মূল্যবোধ, যৌক্তিকতা ও কার্যকারিতার ওপর ভিত্তি করে তুরস্ক তার পররাষ্ট্রনীতি অনুসরণ অব্যাহত রাখবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অস্থিতিশীলতা ঝুঁকির মধ্যে রয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে পরিচালিত আমাদের তুর্কি-কেন্দ্রিক স্বাধীন পররাষ্ট্র নীতি তখন তুরস্ককে আন্তর্জাতিক এজেন্ডা গঠন এবং গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ অভিনেতাতে রূপান্তরিত করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জনগণের কাছ থেকে আমরা যে শক্তি পেয়েছি তা দিয়ে আমরা বৈশ্বিক অন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা থেকে বিরত থাকব না। আমরা সত্যের পক্ষে কথা বলতে কখনই দ্বিধা করব না।

হাকান ফিদান বলেন, আমরা আমাদের স্বাধীন জাতীয় পররাষ্ট্র নীতির গভীরতা এবং মাত্রা আরও বাড়িয়ে তুলব যা আমরা আমাদের ভিশন, সেঞ্চুরি অব তুর্কিয়ের অংশ হিসাবে অনুসরণ করি। ফিদান দেশ-বিদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানান।