ব্যাডমিন্টন খেলার সময় পুলিশ সদস্যের মৃত্যু

ব্যাডমিন্টন খেলার সময় পুলিশ সদস্যের মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক মনিরুজ্জামান মুন্সীর (৫৮) মৃত্যু হয়েছে। 

গত রবিবার রাত ৯ টার দিয়ে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মো. হাসমত আলী মুন্সীর ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানার কর্মরত ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস পুলিশ সদস্য মনিরুজ্জামানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার রাতে থানার অনান্য পুলিশ সদস্যদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন মনিরুজ্জামান। হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা করে মৃত্যু নিশ্চত হওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।

মনিরুজ্জামান মুন্সীর মৃত্যুতে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদসহ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা শোক প্রকাশ করেছেন।