২০২৩ সালে সাড়া ফেলা ১০ এআই প্রযুক্তি

২০২৩ সালে সাড়া ফেলা ১০ এআই প্রযুক্তি

ছবি: সংগৃহীত

২০২৩ সাল ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বছর। বিদায়ী বছরটিতে এআই প্রযুক্তি খাত দ্রুত গতিতে এগিয়েছে। কয়েকটি এআই সফটওয়্যার দারুণ সাফল্য দেখায়। এক সমীক্ষায় দেখা গেছে, চ্যাটজিপিটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই সফটওয়্যার। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১ হাজার ৪০০ কোটির বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। আর শীর্ষ ৫০টি এআই প্রযুক্তি বিশ্বের ২ হাজার ৪০০ কোটির বেশি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ এআই প্রযুক্তি সম্পর্কে সংক্ষেপে জানা যাক—

চ্যাটজিপিটি
৬ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা
ক্যাটাগরি : এআই চ্যাটবট

মোট ভিজিট : ১ হাজার ৪০০ কোটি
ক্যারেক্টার এআই

ক্যাটাগরি : এআই চ্যাটবট

মোট ভিজিট : ৩৮০ কোটি
কুইলবট

ক্যাটাগরি : এআই রাইটার

মোট ভিজিট : ১১০ কোটি
মিডজার্নি

ক্যাটাগরি : ইমেজ জেনারেটর

মোট ভিজিট : ৫০ কোটি ৪ লাখ
হাগিং ফেস

ক্যাটাগরি : ডেটা সাইন্স

মোট ভিজিট : ৩১ কোটি ৬ লাখ
বার্ড

ক্যাটাগরি : এআই চ্যাটবট

মোট ভিজিট : ২৪ কোটি ৬ লাখ
নোবেলএআই

ক্যাটাগরি : এআই রাইটিং

মোট ভিজিট : ২৩ কোটি ৭ লাখ
ক্যাপকাট

ক্যাটাগরি : ভিডিও জেনারেটর

মোট ভিজিট : ২০ কোটি ৮ লাখ
জেনিটরএআই

ক্যাটাগরি : এআই চ্যাটবট

মোট ভিজিট : ১৯ কোটি ৪ লাখ
সিভিটএআই

ক্যাটাগরি : ইমেজ জেনারেটর

মোট ভিজিট : ১৭ কোটি ২ লাখ