বাঘার দুই স্থানে তিন ককটেল বিস্ফোরণ

বাঘার দুই স্থানে তিন ককটেল বিস্ফোরণ

সংগৃহীত

রাজশাহীর বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দিঘা ও জোতরাঘব মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে মজিবর রহমানের পরিত্যক্ত দোকানে একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনের চালার কিছুটা ক্ষতি হয়েছে।

অপর দিকে গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব মোড়ে আবদুল গনির মিষ্টির দোকানের সামনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব বাজার এলাকার আবদুল মজিদ বলেন, এশার নামাজের ফরজ নামাজ শেষ হয়েছে। এ সময় পরপর দুটি শব্দ পাওয়া যায়। পরে মসজিদ থেকে বের হয়ে দেখি সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। পরে পুলিশ এসে দেখে গেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুটি ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি।