নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেন তৈমূর

নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেন তৈমূর

সংগৃহীত

নারায়ণগঞ্জের-১ আসনের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণে এসে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির সদস্য সচিব তৈমূর আলম খন্দকার।

নারায়ণগঞ্জের-১ আসনের চনপাড়ার ভোটকেন্দ্রে অ্যাজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন।

কেন্দ্রটিতে ১৮ হাজার ভোটার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে ছবি এলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।

‘বিরোধী দলের শঙ্কা সত্যি হয়েছে, নির্বাচন সুষ্ঠু হবে না’, বলেন তিনি।

তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলেও জানান।

তৈমূর বলেন, ‘আমরা নির্বাচন চালিয়ে যাব। শেষ অব্দি দেখব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কমিটমেন্ট কতটা রক্ষা করতে পারেন আমরা দেখব।’

সূত্র : বিবিসি