ভোট কারচুপির অভিযোগে শিল্পমন্ত্রীর ছেলেকে গ্রেফতারের নির্দেশ ইসির

ভোট কারচুপির অভিযোগে শিল্পমন্ত্রীর ছেলেকে গ্রেফতারের নির্দেশ ইসির

ভোট কারচুপির অভিযোগে শিল্পমন্ত্রীর ছেলেকে গ্রেফতারের নির্দেশ ইসির

শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলেকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ব্যালট জালিয়াতির অভিযোগে মনজুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরদীর ইউএনও হাসিবা খান।হুমায়ূন নরসিংদী-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান বিরু।জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, বেলাবো উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ৪০ মিনিটে ভোট গ্রহণ বাতিল করা হয়।

সূত্র : ইউএনবি