পাকিস্তানের নির্বাচক হয়েও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন সোহেল তানভীর

পাকিস্তানের নির্বাচক হয়েও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন সোহেল তানভীর

ছবিঃ সংগৃহিত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রদবদলে নতুন করে সুযোগ পেয়েছেন দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তাদের একজন সোহেল তানভীর। দেশটির অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আশ্চর্যের ব্যাপার, পিসিবির নির্বাচকের দায়িত্ব পালনকালে ক্রিকেটার হিসেবেও খেলা চালিয়ে যাচ্ছেন সোহেল তানভীর।

সেটিও প্রতিযোগিতামূল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

আমেরিকান প্রিমিয়ার লিগের দল প্রিমিয়াম পাক্সের হয়ে খেলছেন সোহেল। সেখানে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। প্রিমিয়াম কানাডিয়ানসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে ৩১ রানের পাশাপাশি বোলিংয়ে মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়ে আলাদা করে নজর কাড়েন সোহেল।

তার পারফরম্যান্স নিয়ে নয়, আলোচনার ঝড় উঠেছে, নির্বাচক হয়েও প্রতিযোগিতামূল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা নিয়ে। এনিয়ে পিসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, নির্বাচকের দায়িত্ব গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের ওই দলের সঙ্গে চুক্তি করেছিলেন সোহেল। এ সম্পর্কে বোর্ডকে আগেই অবগত করেছিলেন তিনি। 

তবে প্রশ্ন ওঠে, পাকিস্তান দলের নির্বাচক থাকাকালীন আমেরিকান লিগে খেলা স্বার্থের সংঘাত কি না।

এমন প্রশ্ন অবশ্য এড়িয়ে যান সেই মুখপাত্র।