র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ইবি কর্মচারী আটক, ৬৩ লিটার বাংলা মদ জব্দ

র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ইবি কর্মচারী আটক, ৬৩ লিটার বাংলা মদ জব্দ

ছবিঃ ইবি কর্মচারি চিত্তরঞ্জন ঘোষ ও মটরসাইকেল চালক শাহিন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মাদকদ্রব্যসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে আটক করেছে র‍্যাব। ওই কর্মচারীর নাম চিত্তরঞ্জন ঘোষ। তিনি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী (সুইপার) হিসেবে কাজ করেন।

বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় র‌্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানের সময় ৬৩ লিটার বাংলা মদসহ আটক হন তিনি। তার নামে মাদক আইনে ঝিনাইদহ সদর থানায় দুটি মামলা করেছে র‍্যাব৷ শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব-৬। এ সময় ইবি কর্মচারী চিত্তরঞ্জন ও মটরসাইকেল চালক শাহিন হোসেনকে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে র‌্যাব। এ সময় তাদের নিকট থেকে ৬৩ লিটার বাংলা মদ ও দুটি মোবাইল জব্দ করা হয়। আটক হওয়া শাহিন উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলন্দিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, 'আমি তার আটকের বিষয়ে কিছুই জানি না এবং জানানো হয়নি।'