বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

সংগৃহীত

উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত নন-অ্যালাইনড মুভমেন্টের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শনিবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদকে তার নতুন ভূমিকায় অভিনন্দন জানিয়েছেন ড. জয়শঙ্কর। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।  ড. হাছান মাহমুদের আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও তারা আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সফরে রয়েছেন।