গ্যাস সংকটে ৫ দিন ধরে বন্ধ সিইউএফএল’র সার উৎপাদন

গ্যাস সংকটে ৫ দিন ধরে বন্ধ সিইউএফএল’র সার উৎপাদন

সংগৃহীত

গ্যাস সংকটে ৫ দিন ধরে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সার উৎপাদন  বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই আবার কারখানা চালু হবে বলে জানান সিইউএফএলের কর্মকর্তারা।  

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, গ্যাস সংকটের কারণে গত ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল কারখানা বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগ পর্যন্ত সিইউএফএল থেকে প্রতিদিন ১২’শ টন ইউরিয়া সার উৎপাদন করা হতো। 

২০২২ সালের নভেম্বর মাসে একবার গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যায়। গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। ১৮ জানুয়ারি রাত থেকেই আবার কারখানাটি বন্ধ হয়ে যায়।  

দেশে ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদার ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে সংগ্রহ করা হয়।