হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেও আয় করা সম্ভব

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেও আয় করা সম্ভব

ছবি: সংগৃহীত

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও চ্যানেল খোলার সুযোগ এনেছে। এই চ্যানেল থেকে আয়েরও সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ প্রায়ই কোনো না কোনো নতুন ফিচার নিয়ে আসে। মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ সেইসব ফিচার সংযোজন করে। সেই তালিকায় এবার জুড়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। কিন্তু আপনি কি জানেন, এই চ্যানেল থেকে আয়ও করতে পারবেন?

ইউটিউব বা ফেসবুক থেকে আয় করার উপায় আছে। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা মিলবে। কিন্তু সেই পদ্ধতি সহজ নয়। পরোক্ষভাবে আয় করা যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করতে পারবেন আপনি। আগে জানতে হবে অ্যাফিলিয়েটেড মার্কেটিং কী? এটি একটি বিজ্ঞাপনের মডেল। এই মডেলে কোনো কোম্পানি তাদের পণ্য বা পরিষেবা প্রচারে তৃতীয় কোনো মাধ্যমের সাহায্যে নেয়। আপনি যদি সেই তৃতীয় মাধ্যম হিসেবে কাজ করেন, তবে মূল কোম্পানির থেকে টাকা পাবেন।