আড়াই মণ গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

আড়াই মণ গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

ছবিঃ সংগৃহীত।

ফেনীতে আড়াই মণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে তাদের আটক করা হয়।আটক মো. বেলাল হোসেন (২৭) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের সোনাই কড়াই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ও শাহাদাত হোসেন বাবলু (২৮) একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে প্রস্তুতকৃত দুটি লোহার ঢাকনা দ্বারা আবৃত বক্সের ভেতর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

র‌্যাবের দাবি, আটককৃতরা দীর্ঘদিন যাবত ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরবর্তীতে ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ পিকআপটি ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।