ট্রাম্পের ভাগ্য নির্ধারণী মামলার শুনানি চলছে

ট্রাম্পের ভাগ্য নির্ধারণী মামলার শুনানি চলছে

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নির্ধারণ করতে মার্কিন সুপ্রিম কোর্টে শুনানি চলছে। বৃহস্পতিবার এই শুনানি শুরু হয়েছে।

গত বছর কলোরাডোর শীর্ষ আদালত জানিয়েছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্প যোগ্য নন। কারণ তিনি ২০২১ সালে ইউএস ক্যাপিটলে যে সহিংসতা হয়েছিল তাতে সম্পৃক্ত ছিলেন।

ট্রাম্প এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন। আদালতের এই সিদ্ধান্তকে তিনি নির্বাচনী হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।

মামলাটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর ৩ নম্বর ধারার বিশ্লেষনের ওপর নির্ভর করছে। ওই ধারাায় ‘বিদ্রোহ বা বিদ্রোহে জড়িত’ এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের এই ধারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য করে কিনা তার উপর নির্ভর করছে মামলার রায়।