কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় চলছে নৌযান

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় চলছে নৌযান

ফাইল ছবি

উত্তাল পদ্মার ঢেউ আর প্রচণ্ড ঘূর্ণাবর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের ৪ নম্বর ভিআইপি ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হওয়া এবং ২ নম্বর ফেরিঘাট হুমকির মুখে থাকায় আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল ।

সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। আর অন্যান্য ঘাট দিয়ে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল।  

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটে ভাঙন দেখা দিলে ৪ নম্বর ভিআইপি ফেরিঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীর ভাঙন এখন ২ নম্বর ফেরিঘাটের কাছে রয়েছে। এ ঘাটটি দিয়েও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস্তবে এখন ১ নম্বর ফেরিঘাট চালু থাকলেও এটিও প্রায় অচল। ৫-৬ ঘণ্টা পরে এ ঘাট থেকে ১টি-২টি ফেরি ছেড়ে যাচ্ছিল। এরপর সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। বর্তমানে এ নৌরুটে পাঁচটি ফেরি চলছে। কিছুসময় বন্ধ থাকায় কাঁঠালবাড়ীতে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে।