রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

কুমিল্লায় রোহিঙ্গা তরুণকে পাসপোর্ট করতে সহায়তার চেষ্টা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার ব্রাহ্মণচাপিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২৮), কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা পশ্চিম পাড়া এলাকার আবুল বাশার মিস্ত্রির ছেলে মো. মোশারফ হোসেন (৪২) ও মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শরিফুল ইসলাম শরিফ (২২)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাগজ জমা দিয়ে আঙুলের ছাপ ও ছবি তুলতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় রোহিঙ্গা তরুণ মো. ইয়াছিরকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া বলেন, রোহিঙ্গা নাগরিক মো. ইয়াছিরের আদালতে দেওয়া জবানবন্দির সূত্র ধরে জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।