যে কারণে সেনাদের চুল কাটার নিয়ম শিথিল করছে জাপান?

যে কারণে সেনাদের চুল কাটার নিয়ম শিথিল করছে জাপান?

ছবিঃ সংগৃহীত।

চীন ও উত্তর কোরিয়া নিয়ে নিরাপত্তা উদ্বেগের মুখে আছে জাপান। এই পরিপ্রেক্ষিতে সেনাঘাটতি কমাতে চাইছে দেশটি। এই প্রচেষ্টার অংশ হিসেবে সেনা সদস্যদের চুল নিয়ে নতুন ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের মাথায় লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে।আগামী এপ্রিল থেকে এই নিয়মে সেনাদের লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে।

মূলত সামরিক বাহিনীতে তরুণদের বেশি করে আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।জাপানের সামরিক বাহিনীতে পুরুষদের খুব ছোট করে চুল কাটার নিয়ম চলে আসছিল, যা ‘বাজ কাট’ নামে পরিচিত। আর নারীদের ক্ষেত্রে ছোট চুল রাখার নিয়ম।

নতুন নিয়ম অনুসারে, পুরুষ সেনারা মাথার পেছনে ও দুই পাশে ছোট চুল এবং ওপরে লম্বা চুল রাখতে পারবেন।নারী সেনারা লম্বা চুল রাখতে পারবেন। তবে উর্দি পরা অবস্থায় বেঁধে রাখা চুল কাঁধে পড়তে পারবে না। হেলমেট পরার ক্ষেত্রে চুল কোনও সমস্যা তৈরি করতে পারবে না।