পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে রোববার পাবনার একটি আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।দণ্ড প্রাপ্ত আসামি হলেন-পাবনা সদর উপজেলার গাছপাড়ার আব্দুল বারেকের ছেলে জনি শেখ (২৮) ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব ১২ এর সমন্বিত অভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিফিলসহ জনি শেখকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া  শেষে এ রায় দেন আদালত।মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।