আদ্-দ্বীন মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ।

শনিবার (১৬ মার্চ) বেলা ২ টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনাসহ নানা কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করেছে কলেজ কর্তৃপক্ষ।

পরে কলেজের ব্যারিস্টার রফিক উল হক মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে কোনো রূপকথার গল্প নয় বঙ্গবন্ধু মানে একটি দেশ সৃষ্টি করার ইতিহাস, বঙ্গবন্ধু মানেই শোষক এর অত্যাচার থেকে নিপীড়িত মানুষকে বাঁচানোর এক সাহসী কন্ঠস্বর। বঙ্গবন্ধুর স্বাপ্নের সোনার বাংলা গঠন করতে হলে তোমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। তাঁর আদর্শ ধারণ করে সোনার মানুষ হতে হবে। তবেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

এসময় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।