মানিকগঞ্জে কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মানিকগঞ্জে কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে বলা খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার। সোমবার (২৫ মার্চ) ভোরে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে রোববার (২৪ মার্চ‌) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বস্তির প্রায় ২০০টির মতো ঘর পুড়ে গেছে। এই আগুনে ঘর ছাড়া হয়েছেন অনেকে।

এর আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় আগুন লাগে। এদিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার দুপুরে দিকে আগুন দেখতে পান। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে।