গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা মহল্লায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- গোবিন্দগঞ্জ পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কালিকাডোবা গ্রামের মৃত মানিক মোল্লার পুত্র রফিকুল ইসলাম ও শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার পুুত্র আব্দুল মোমিন মোল্লা।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টা তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান।

স্থানীয়দের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে মোহন ও মমিনের ৮টি ঘরসহ মালামাল পুড়ে যায়। 

গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা এই পরিবারের সদস্য। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় পরিবার গুলো কোন মালামালই বের করতে পারেনি।