টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ৬ দোকান

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ৬ দোকান

সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি চালের আড়ৎ এবং আলু ও পেঁয়াজের কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিন ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে পাশের একটি মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

‘রূপসী বাংলা’ চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। সব চাল পুড়ে ছাই হয়ে গেছে।