ভারত থেকে পন্য নিয়ে বাংলাদেশে নারী ট্রাকচালক

ভারত থেকে পন্য নিয়ে বাংলাদেশে নারী ট্রাকচালক

সংগৃহীত

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, নারী চালকের সঙ্গে একজন পুরুষ চালকও এসেছেন। তার নাম রাজকুমার, তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে এক নারী ট্রাকচালক এ প্রথম বাংলাদেশের বেনাপোল বন্দরে এসেছেন।

ফেব্রিকস পণ্য নিয়ে রোববার দুপুরে বেনাপোল বন্দরে প্রবেশ করেন অর্নাপূর্না রাজকুমার।

উক্ত মালামালের ভারতীয় রপ্তানিকারক তিজয় ইন্ডিয়া পুট লিমিটেড এবং বাংলাদেশি আমদানিকারক মন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানান, এ চালানে রয়েছে ২১৩ রোল বা পাঁচ হাজার ৪৬৩ কেজি গেঞ্জির (ফেব্রিকস) কাপড়।

স্থানীয় ও বন্দর সূত্র জানায়, আমদানি-রপ্তানির পণ্য নিয়ে ভারতীয় নারী ট্রাকচালক এ প্রথম বাংলাদেশে এলেন। তাকে দেখতে বন্দর এলাকায় লোকজন ভিড় করেন।

ট্রাক চালক অর্নাপূর্না বলেন, আমার স্বামী একজন ট্রাকচালক। আমরা দুজন একই ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে খুব ভাল লাগছে। বাংলাদেশের বেনাপোল বন্দরের পরিবেশ আমাকে স্বস্তি দিয়েছে। এ দেশের পরিবেশ আমার খুব পছন্দ হয়েছে।

এদিকে অর্নাপূর্ণার এ যাত্রায় নারী জাগরণের আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, এ প্রথম ভারতীয় কোনো নারী ট্রাক চালক ভারত থেকে বেনাপোল বন্দরে এলেন। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ে খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ আন্তরিক রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, নারী চালকের সঙ্গে একজন পুরুষ চালকও এসেছেন। তার নাম রাজকুমার, তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।