বাংলাদেশে রিফারবিশিং ইউনিট চালু করেছে জিই হেলথকেয়ার

বাংলাদেশে রিফারবিশিং ইউনিট চালু করেছে জিই হেলথকেয়ার

সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান জিই হেলথকেয়ার বাংলাদেশে তাদের ‘এ ওয়ান- শিওর’ সংস্কারকৃত (রিফারবিশিং) আল্ট্রাসাউন্ড সিস্টেম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।

এর লক্ষ্য হলো- ছোট শহর এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উন্নত ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল প্রযুক্তি ব্যবহারের সুবিধা নিশ্চিত করা। সংস্কারকৃত ইউনিটগুলো চিকিৎসা সরঞ্জাম পুনঃব্যবহারযোগ্য করে তুলবে, যা অসংখ্য রোগীর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং পরিবেশের সুরক্ষাতে ভূমিকা রাখবে।

‘এ ওয়ান-শিওর’ উদ্যোগের অংশ হিসেবে, জিই হেলথকেয়ার ২৫৯টি পরিদর্শন এবং গুণমান পরীক্ষা করার পরে এক বছরের ওয়ারেন্টিসহ সাশ্রয়ী মূল্যের মানের আল্ট্রাসাউন্ড সরঞ্জাম সরবরাহ করবে। বাংলাদেশে উদ্যোগটি পরিচালনা করে, জিই হেলথকেয়ার ঢাকা ও চট্টগ্রামের প্রধান মেট্রো শহরগুলোতে রয়েছে বাইরে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ীমূল্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমাধান দেবে। দেশে সংস্কারকৃত ইউনিটের জন্য দক্ষ জনবলের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হবে, ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

১৯৯৮ সাল থেকে বাংলাদেশে জিই হেলথকেয়ারের উপস্থিতি রয়েছে। প্রতিষ্ঠানটি দেশের সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। দেশে প্রযুক্তিগত অগ্রগতি ও স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিষ্ঠানটি স্বচেষ্ট। গত ২৫ বছরে তারা দেশব্যাপী কার্যক্রম প্রসারিত করেছে এবং মেডিক্যাল ডায়াগনস্টিক ও চিকিৎসাক্ষেত্রে পরিবর্তনে ভূমিকা রেখেছে। চলতি বছরের মে মাসের মধ্যে জিই হেলথকেয়ার দেশের প্রধান মেট্রো মার্কেটে কার্যক্রম জোরদার করবে এবং নতুন ‘এ ওয়ান- শিওর’ ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে।