খুলনায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

ফাইল ছবি

খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রসুল মিনা (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হন। সোমবার রাত ১১টার দিকে ঘাটভোগ ইউনিয়নে বামনডাঙ্গা বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। 

পরে গুরুতর অবস্থায় রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঘাটভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। হামলায় আহত অন্যরা হচ্ছেন- আতাহার মিনা (২৮), ফারুক মিনা (৩২) ও পান্না মিনা (৩০)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় কারা জড়িত তদন্ত করা হচ্ছে।