আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় তিন স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় তিন স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

সংগৃহীত

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে এক আফগান নাগরিকসহ তিন স্প্যানিশ পর্যটকের ‍মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এতথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ঘানি বলেন, শুক্রবার (১৯ মে) আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারী উন্মুক্ত গুলি ছুঁড়লে আরও তিন আফগানি এবং চারজন বিদেশি নাগরিক আহত হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় তালেবান সরকার শোক প্রকাশ করেছে। যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে। তবে কোনো গোষ্ঠী এ ঘটনায় দায় স্বীকার করেনি।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের তিন নাগরিক হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শুক্রবারের ওই গুলির ঘটনায় তাদের আরও একজন আহত হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, আফগানিস্তানে স্পেনের তিন নাগরিক হত্যার ঘটনায় তিনি তাদের পরিবার ও বন্ধুদের প্রতি শোক জানিয়েছেন। এ ঘটনা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সূত্র: আল জাজির