চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ৬ জেলে

চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ৬ জেলে

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুর মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরায় ছয় জেলেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।গ্রেফতার জেলেরা হলেন তাজুল ইসলাম (৫৫), জুম্মুন হাওলাদার (২০), আসলাম লস্কর (১৯), রাশেদ মিজি (২০) ও মিজান মৈসাল (১৯)। এদের সবার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বিভিন্ন এলাকায়।

ওসি মনিরুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার ও বাঁশগাড়ী এলাকার মাঝমাঝি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরার কারণে এসব জেলেদের গ্রেফতার করা হয়। একই সময় জেলেদের হেফাজতে থাকে দুটি নৌকা ও দেড় হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

ওসি আরও বলেন, একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ কারেন্টজাল ও দুটি নৌকা মামলার আলামত হিসেবে থানা হেফাজতে আছে।