যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর কয়েক দিন। ২ জুন থেকে ক্রিকেটের সীমিত ওভারের বিশ্ব আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৮ জুন থেকে।

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তবে এর আগে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াটাও জরুরি টাইগারদের জন্য।

যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশের জানা-শোনা বলতে ২০১৮ সালে ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি। যেখানে ছিলেন না বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বেশিভাগ ক্রিকেটারই।

বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে স্বাগতিকদের বিপক্ষে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ মে) টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম ম্যাচের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি হাথুরুর শিষ্যরা। জয় দিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতিটা শুরু করতে চায় টাইগাররা।