মিয়ানমারের ছোঁড়া গুলিতে জেলের পা বিচ্ছিন্ন

মিয়ানমারের ছোঁড়া গুলিতে জেলের পা বিচ্ছিন্ন

সংগৃহীত

মিয়ানমারের ওপার থেকে সেদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন। গুলিতে বিচ্ছিন্ন হয়ে গেছে তার এক পা।

বুধবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফনদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমায় ১৮ নম্বর সীমান্তে পিলারের কাছে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী।

গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেন আলী (৫০) হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের মৃত শুক্কুর আলীর ছেলে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী বলেন, সন্ধ্যায় ১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে নাফ নদীতে মাছ ধরতে গেলে ওপার থেকে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক জেলেকে উদ্ধার করা হয়েছে।

আহত হোসেন আলীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে, ডান পায়েও গুলি লেগেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লালু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হোসেন আলীকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলের অপরপ্রান্তে মংডু জেলায় মিয়ানমারের সরকারি সীমান্ত বাহিনী বিজিপির চৌকি চলমান সংঘাতের অংশ হিসেবে মাস তিনেক আগেই নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।