যাত্রাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাও ভাড়া বাসা থেকে রোকন দেব (২৮) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে ওই বাসার দরজার লক ভেঙে জানালার গ্রিলের সাথে গামছা পেচানো অবস্থায় রোকন দেবের মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে । 

প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। হবিগঞ্জের বাহুবল উপজেলার শাহাপুর গ্রামের নকুল দেবের ছেলে রোকন। সে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো।