খুলনায় দুর্বৃত্তের হামলায় এক যুবকের মৃত্যু

খুলনায় দুর্বৃত্তের হামলায় এক যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, রূপসা উপজেলার নৈহাটি এলাকার আব্দুর রব সরদারের ছেলে রনি সরদার টুটপাড়ার স্থানীয় জনকল্যাণ সরকারি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তার পথ আটকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কামাল হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।